সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপনগর এলাকায় গত ২৯ সেপ্টেম্বর অগ্নিকান্ডে বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ইয়াছিন মিয়ার টিনসেড মার্কেটের ১০/১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লাশ টাকার ক্ষতির সম্মুখীন হন ইয়াছিন মিয়া।
ওই অগ্নিকান্ডের পরের দিন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম তার নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা ইয়াসিন মিয়ার মার্কেট পরিদর্শন শেষে ইয়াসিন মিয়ার মায়ের হাতে ১ লাখ টাকার চেক হাতে তুলে দেন।
এদিকে দীর্ঘদিন পর গত সপ্তাহের মঙ্গলবার উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফরের নেতৃত্বে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁও পৌর বিএনপির আহ্বায়ক শাহজাহান মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর-ই-ইয়াসিন নোবেল, আশরাফ মোল্লা, থানা ছাত্রদল নেতা জাকারিয়া ভূঁইয়া, মাসুদ রানা বাবু, শাহজালাল সহ বিএনপি নেতারা পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিএনপি নেতারা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বিএনপি নেতা ও তার পরিবারকে সমবেদনা ও শান্তনা জানান।