সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিট পুলিশিং এর উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার সকালে এক যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ বিট পুলিশিং সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং এর র্যালী ও সভার উদ্ধোধণ করেন নারাায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ’অঞ্চল) মো. খোরশেদ আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন, এসআই পঙ্কজ দাসসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
সভায় প্রধান অতিথি নারাায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ’ অঞ্চল) মো. খোরশেদ আলম বলেন, সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করতে পুলিশ আন্তরিকতার সহিত কাজ করছে। যেখানেই ধর্ষণ হচ্ছে পুলিশ দ্রুত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছে। ধর্ষণ একটি সামাজিক ব্যাধি এ ব্যাধি থেকে মুক্ত হতে হলে আমাদের ইসলামে অনুশাসনগুলি মেনে চলতে হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। গ্রামের প্রতিটি সমাজ, পাড়া মহল্লা থেকে ধর্ষণ ও নারী নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে আমরা এই ঘৃনিত কাজটি থেকে সমাজ ও জাতিকে রক্ষা করতে পারবো।