সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মা ইলিশের প্রজনন নিশ্চিত করে চলতি মাসের ১৪ তারিখ থেকে টানা ২২ দিন ইলিশ মা ধরা, সরবরাহ ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। সরকারী এই নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের অপরাধে নারায়ণগঞ্জ কোস্ট গার্ডের সহায়তায় মেঘনা নদী থেকে ৫০ হাজার মিটার টোনাজাল ও ৬ কেজি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস কর্মকর্তারা।
সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার জানান, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে জাল ফেলে ইলিশ মাছ শিকারের অপরাধে উপজেলার মেঘনা নদী থেকে ৫০ হাজার মিটার টোনা জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলোকে পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত মাছগুলোকে মাদ্রাসায় দান করা হয়েছে। তিনি আরো জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।