সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান।
২৫ অক্টোবর রবিবার রাতে নারায়ণগঞ্জ শহরের গোয়ালপাড়া ৩৪নং শেরে বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দানকারী মৃত প্রিয়লাল গোপ এর দৌহিত্র অ্যাডভোকেট জনি চন্দ্র গোপের আমন্ত্রণে স্কুলের মাঠে অবস্থিত গোয়ালপাড়া নতুন সাবর্জনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
মন্ডপে উপস্থিত হওয়ার পর ফুলের তোড়া দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদককে অভ্যথর্না জানান পূজা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, আইন বিষয়ক সম্পাদক জয়ন্ত ঘোষ, সহ-সভাপতি শম্ভুনাথ ঘোষসহ কমিটির সকল সদস্যবৃন্দ।
এসময় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া বলেন, আমাদের বাংলাদেশ একটি সাবর্জনীন রাষ্ট্র। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে একত্রে বসবাস করে এবং একে অপরের সহায়ক। ধর্মীয় উৎসবগুলোতেও সবাই মিলেই আনন্দ উল্লাস করে। ধর্ম যার যার উৎসব সবার, তারই ধারাবাহিকতায় আমিও বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরছি এবং শারদীয় দুর্গা উৎসব সকলের সাথে উপভোগ করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আপ্যায়ণ সম্পাদক অ্যাডভোকেট আবুল বাসার রুবেল, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট হাসিব উল হাসান রনি সহ আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবীগণ। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন অ্যাডভোকেট ধনঞ্জয় গুহ জয় ও অ্যাডভোকেট বিশ্বজিৎ কুমার রায়।