সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ শহরের ১নং রেলগেট এলাকার শহীদ সোহরাওয়ার্দী রোডের পাশে অবস্থিত হারুন মিষ্টান্ন ভান্ডার ও ঢাকা সুইটমিটকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহীদ সোহরাওয়ার্দী রোডে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তথ্য ও অভিযোগ শাখা, জেলা ই-সেবা কেন্দ্র) মানজুরা মুশাররফ ও (শিক্ষা শাখা, রেডিও নারায়ণগঞ্জ, মিডিয়া ও রিসার্চ সেল) সানজিদা আক্তার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকা ও কাপ দইয়ের গায়ে উতপাদন ও মেয়াদ উর্ত্তীণ তারিখ না থাকার কারণে ২০০৯ এর ভোক্তা অধিকার আইনে হারুন মিষ্টান্ন ভান্ডার ও ঢাকা সুইটমিটকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় অভিযান পরিচালনাকালে খাদ্য সুরক্ষা পরিদর্শক মো. শাহজাহান ও জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।