সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
১৩ ফেব্রুয়ারী বুধবার পহেলা ফাল্গুন উপলক্ষ্যে বন্দর উপজেলা শিল্পকলা একাডেমী’র উদ্যোগে বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনের সুন্দর ও মনোরম পরিবেশে পিঠা-পুলি আর সংস্কৃতি সমৃদ্ধ গান-কবিতায় উৎসবটি সাজানো হয়। সকাল ১১টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী।
একাডেমীর নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু ও সদস্য শাহী ইফাৎ জাহান মায়ার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে পর্যায়ক্রমে অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ মোখলেছুর রহমান, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আবুল জাহের, বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রোমানা আক্তার, বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ, বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা আক্তার, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম. নূরুল আমিন, বন্দর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সালিমা হোসেন শান্তা, সাংগঠনিক সম্পাদক সোনিয়া রহমান, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সদস্য আশরাফ আলী, সাব্বির আমিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চলচ্চিত্র অভিনেতা মোহাম্মদ হোসেন নূর, নাট্যাভিনেতা আল মামুন, বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সদস্য আতাউর রহমান আরজু, সিরাজুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
৫ ঘন্টা ব্যাপী এ অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি মোঃ ওবায়েদউল্লাহ, যুগ্ম সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, সাইফুল্লাহ মাহমুদ টিটু, কার্যকরি সদস্য মিতু মোর্শেদ, রইস মুকুল, ফজলুল করিম, মোঃ সেলিম ও রোকসানা রহমান সামিয়া। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত কন্ঠশিল্পী নাজমা সুলতানা, হাফেজ সরকার, মোয়াজ্জেম হোসেন, সাইফুল্লাহ মাহমুদ টিটু, মাহাবুবুল ইসলাম, সুরমি রায়, আকলিমা আক্তার রতœা, দেলোয়ার হোসেন, মনসুর সাদেক আজাদ, পিকে পারভেজ, লিজা আক্তার, পুস্পিতা রায়। নৃত্য পরিবেশণ করেন রোকসানা রহমান সামিয়া ও তার দল। কবিতা আবৃত্তি করেন রইস মুকুল,মোয়াজ্জেম হোসেন ও কবি সিরাজুল ইসলাম।