সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ‘সেবা পদক’ গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ বন্দরের আনসার ভিডিপির দলনেত্রী কামরুন্নাহার লিপি। সন্ত্রাস-জঙ্গীবাদ, বাল্যবিবাহ এবং যৌতুক বিরোধী আন্দোলনসহ বেকার নারীদের কর্মসংস্থান ও প্রশিক্ষণের ক্ষেত্রে অগ্রণী ভূূমিকা পালন করায় সম্প্রতি গাজীপুরের সফিপুুর আনসার ভিডিপি একাডেমীর প্যারেড স্কোয়াডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে ওই পদক তুলে দেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কামরুন্নাহার লিপি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের বন্দর শাহী মসজিদ পঞ্চায়েত কমিটির সদস্য জান মোহাম্মদের মেয়ে। ৩ ভাই বোনের মধ্যে কামরুন্নাহারের অবস্থান তৃতীয়। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আনসার ভিডিপির ২১নং ওয়ার্ডের দলনেত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া বিভিন্ন সময়ে তার নেতৃত্বে ২১নং ওয়ার্ডে বাল্যবিবাহ, মাদকের অপব্যবহার প্রতিরোধসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড রোধ করা হয়।