ফ্রান্সে মহানবী (সাঃ)এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বন্দরে বিক্ষোভ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ফ্রান্সে রাষ্টীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদী ও আশ-পাশের এলাকাবাসীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ নভেম্বর শুক্রবার জুম্মা নামাজ শেষে উপজেলার সাবদী, হাজরাদী, দিঘলদী, নরপদি, আইসতলা এলাকার বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন সড়কে বিক্ষোভে ফেটে পরে ধর্মপ্রাণ মুসল্লীরা। এসময় ফ্রান্সের পণ্য বয়কট, বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস সরিয়ে নেয়া ও আন্তর্জাতিক আদালতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা।

বিক্ষোভের একপর্যায় মুসল্লীরা ফ্রান্সের জাতীয় পতাকা ও প্রেসিডেন্ট ম্যাক্রো’র প্রতিমূর্তি আগুনে পুড়িয়ে দেয়।
বিক্ষোভ শেষে তারা সাবদী বাজারে এসে মোনাজাতে যুক্ত হন। মোনাজাত পরিচালনা করেন,হাজরাদী মসজিদে তাকওয়া’র ইমাম মাওলানা নুর উদ্দিন আফসারী।

প্রতিবাদ সভায় সকলের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাজরাদী এলাকার সমাজ সেবক মেহেদী হাসান সোহেল।

এতে উপস্থিত ছিলেন, নরপদি জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জাহিদ, চানপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম, হাজরাদী জামে মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন দিঘলদী জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম, সাবদী বাজার জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল আউয়াল।