সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ বন্দরে মশার কয়েল কারখাঁনার বিষাক্ত বর্জ্যে মৎস খামারের পাঁচ লাখ টাকার মাছের মৃত্যুতে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে একই এলাকায় অবৈধভাবে গড়ে উঠা সাব্বির ক্যামিকেল নামে মশার কয়েল কারখাঁনার কর্তৃপক্ষের বিরুদ্ধে। বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গকুলদাশের বাঁগ এলাকার আমিজুদ্দিন মৎস খামারের প্রায় ৫ লাখ টাকার মাছের মৃত্যুতে এমন ক্ষমিসাধিত হয়েছে বলেও অভিযোগ।
তথ্য সূত্রে জানা গেছে, গকুলদাসের বাগ আমিজুদ্দিন মৎস খামারের পাশেই অবৈধভাবে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বিহীন একটি মশার কয়েল কারখাঁনা গড়ে তুলেন আমির হোসেন। তারই কয়েল কারখাঁনার বিষাক্ত বর্জ্যরে কারনে মাছ নিধন হওয়াসহ পরিবেশ বিপর্যয় হওয়ার অভিযোগ করেন এলাকাবাসী।
এ ব্যাপরে মৎস খামারের মালিক নূর হোসেন গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, ‘এই মশার কয়েল কারখাঁনার লোকজন সোমবার দিবাগত রাতে আমার মৎস খামারে বিষাক্ত বর্জ্য ফেলে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। ইতিপূর্বেও ওই কয়েল কারখানার বিষাক্ত বর্জ্যরে কারনে আমার মৎস খামারের অনেক বড় ক্ষতি হয়েছিল। বিষয়টি তাদের একাধিকবার জানিয়েও কোন সাড়া পাই নাই।’
এদিকে ঘটনায় স্থানীয়রা এই অবৈধ মশার কয়েল কারখাঁনার মালিকের হাত থেকে পরিবেশ দুষণকে রক্ষা করতে অনতিবিলম্বে ওই কয়েল কারখাঁনা বন্ধের দাবীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।