সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামীলীগের সাবেক সদস্য সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বর্তমানে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনের জাতীয়পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে আওয়ামীলীগ নেতাকর্মীদের হুমকি ধমকি দেয়ার অভিযোগ তুলেছেন।
১১ নভেম্বর বুধবার বিকেলে সোনারগাঁও পৌরসভা কার্যালয়ের সামনের মাঠে উপজেলা যুবলীগের উদ্যোগে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন কায়সার হাসনাত।
এর আগে সোনারগাঁও পৌরসভার আগামী নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ও নৌকা প্রতীক প্রত্যাশি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান তার বক্তব্যে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভায় বক্তব্য রাখেন- মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, কেন্দ্রীয় শ্রমিক লীগে নেতা অ্যাডভোকেট ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রবিন, সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, পৌর যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক বাবু, কাউন্সিলর আলী আকবর, সাবেক কাউন্সিলর লায়ন মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রজন্মলীগের সভাপতি আরমান মেরাজ, জামপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শাহাজাদা প্রমূখ।
এর আগে বুধবার বিকেল ৩টা থেকে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগদান করেন। একই সময়ে বাদ্য বাজনা বাজিয়ে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে সমাবেশে যোগদান করেন পৌরসভার আগামী নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী নৌকা প্রতীক প্রত্যাশি গাজী মজিবুর রহমান। মিছিল থেকে কায়সার হাসনাত ও নৌকা প্রতীকের পক্ষে নেতাকর্মীরা মুহুর্মুহ শ্লোগান দেন। নৌকার শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সোনারগাঁও পৌরসভার কার্যালয়ের সামনের মাঠে সমাবেশ স্থল ও এর আশপাশের এলাকা।