সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপিনাথ দাসের বিদেহী আত্মার শান্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরীর চাষাঢার শ্রী শ্রী গোপাল জিউর বিগ্ৰহ মন্দিরে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, কমান্ডার গোপিনাথ দাস তার কর্মের মধ্যে দিয়েই আমাদের মাঝে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। তিনি ছিলেন নারায়ণগঞ্জ হিন্দু সম্প্রদায়ের অভিভাবক। হিন্দু সম্প্রদায়ের যেকোনো সমস্যায় পড়লে তিনি সবার আগে এগিয়ে আসতেন। তার অভাব কখনো পুরন হবে। তারা আরোও বলেন,প্রয়াত গোপিনাথ দাসের প্রাণের সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে। আমরা তার এই প্রাণের সংগঠনকে ঐক্যবদ্ধ শক্তিশালী হিসেবে গড়ে তুলবো। আমরা প্রয়াত কমান্ডার গোপিনাথ দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল, জেলা হিন্দু সমাজ সংস্কার সমিতির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সাহা, কমান্ডার গোপিনাথ দাসের ছোট ভাই মদন মোহন দাস, ছেলে সঞ্জয় কুমার দাস, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক সুজন দাস, সিদ্ধিরগঞ্জের সভাপতি কালি পদ মল্লিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিজয় সরকার, সদর উপজেলার সাধারণ সম্পাদক রাজিব তালুকদার, মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, ঐক্য পরিষদ নেতা অরুণ দেবনাথ,পিন্টু রায়, তপন গোপ সাধু, প্রদীপ মন্ডল, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাউগী সুমন, সাধারণ সম্পাদক ভজন দাস, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ মন্ডল শুভ, মহানগরের সভাপতি অ্যাডভোকেট অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু, বন্দর উপজেলার সভাপতি তুলসী ঘোষ প্রমুখ।
প্রার্থনা সভা পরিচালনা করেন জেলা ঐক্য পরিষদের নেতা নারায়ণ মাষ্টার। এছাড়াও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়।