সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিশ্ব ডায়াবেটিকস দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। ডায়াবেটিস নিয়ে মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ সহ বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
১৪ নভেম্বর শনিবার বিকেলে আলীরটেকের ডিক্রিরচর এলাকার খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টারের আয়োজনে দিবসটি পালন করা হয়।
এদিকে ‘শৃঙ্খলাই জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিকস দিবস পালনে খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টারের পরিচালক ডা: একে এম শফিউদ্দিন আহম্মেদ মিন্টুর পরিচালনায় নানা কর্মসূচি পালন করা হয়।
আর দিবসটি পালনে সকাল ৮টা হতে দুপুর পর্যন্ত খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টারে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রোগ নির্ণয় সহ চিকিৎসা সেবা, সচেতনতামূলক পোস্টার, লিফলেট বিতরণ করা হয়। পরে বিকেলে বিশাল আকারে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
এদিকে বর্ণাঢ্য র্যালী আলীরটেকের ডিক্রিরচর হতে রামনগর হাজী গোলাম হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ হয়ে পূণরায় বিসমিল্লাহ্ মার্কেটে সড়ক প্রদক্ষিণ করে মুক্তারকান্দি হয়ে ডিক্রিরচর গিয়ে শেষ করে।
বর্ণাঢ্য র্যালীতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানার যুবলীগের সাধারণ সস্পাদক সালেহ আহম্মেদ খোকন, আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম শুক্কুর, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সরদার সালাউদ্দিন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সস্পাদক আনোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সস্পাদক আব্দুল আলিম, কুড়েরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সহকারী শিক্ষক আলী আকবর, ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী রকিব উদ্দিন মাস্টার, আহম্মদ আলী, আব্দুল বাতেন, চরগরকুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজির হোসেন, থানা ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান শিশির, সদর থানা আওয়ামীলীগ নেতা মাসুদ, বক্তাবলী ইউপি সদস্য রাসেল চৌধুরী, বক্তাবলী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, আওয়ামীলীগ নেতা তুহিন, সলিম উদ্দিন সলু, কৃষকলীগ নেতা মোক্তার হোসেন, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব, বক্তাবলী ইউনিয়ন যুবলীগ নেতা বাদল হোসেন ববি, রাশেদুল ইসলাম সুমন, বাদশা, মনির হোসেন, মো: হুসাইন প্রমূখ।