সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোঃ জসিমউদ্দিন বলেছেন, মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জণ করেছেন আর তা রক্ষা করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। সুতরাং সেই লক্ষ্য নিয়েই ভবিষ্য প্রজন্মকে তৈরি করার দায়িত্ব আপনার আমার সকলের।তাদেরকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু যেটি চেয়েছিলেন সেই স্বপ্নের বাংলাদেশই আমাদেরকে গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে ঘুরে দাড়াতে হবে।
১৪ নভেম্বর শনিবার রাত ৮টায় নারায়ণগঞ্জ শহরতলীর পঞ্চবটিস্থ
এ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে সম্মিলিত নাট্যকর্মী জোট আয়োজিত যুগপূর্তি অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি জসিমউদ্দিন আরো বলেন, এদেশকে যারা চায়না, অকার্যকর করার জন্য সেই প্রতিক্রিয়াশীল চক্র বহু বার বহু জায়গায় হামলা চালিয়েছে এই নাট্যকর্মী এবং সাস্কৃতিক কর্মীদের
উপর। সেই রমনার বটমূল থেকে শুরু করে ময়মনসিংহ এমনকি সিনেমা হলের ইস্যূতেও এরা বহু জায়গায় আক্রমন চালিয়েছে। তারপরও আমার নাট্যকর্মী-সাংস্কৃতিকর্মী ভাইয়েরা দুর্বার গতিতে এগিয়ে চলেছে এই দেশকে কিছু দেয়ার জন্য।
নাট্যকর্মী জোটের সভাপতি মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক সবার কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়েজ উদ্দিন আহমদ লাভলু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক ডেপুটি
কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নূরুল হুদা, বিকেএমইএ’র পরিচালক শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, এ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিমউদ্দিন, নাট্যকর্মী জোটের সাধারণ সম্পাদক মাসুদ রানা
মিন্টু ও বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।
জোটের সাংগঠনিক সম্পাদক এম আর হায়দার রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন যুগপূর্তি এ আয়োজনের আহবায়ক মোঃ শাহজাহান।
এর আগে দিনের প্রথম পর্বের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন বিকেএমইএ’র পরিচালক মোঃ কবির হোসেন,ব্যাংক শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল কাদির, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন ও বাংলাদেশ ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন মেঘনা গোদনাইল শাখার
সভাপতি মোঃ আশরাফ উদ্দিন।
দিন্যবাপী জমকালো এ মিলনমেলায় জোটের বিভিন্ন দলের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের সঞ্চালনায় ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক শফিউল আলম রেজা, প্রচার ও প্রকাশণা সম্পাদক আব্দুল মান্নান সাগর, সাংস্কৃতিক সম্পাদক আবু হানিফা মাসুম ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আহমেদ শরীফ পারভেজ।