জীবন ঝরে পড়ে
-সাবিনা হোসনেয়ারা
কি কার্যকারিতায় জ্বলে লাইট
ঘোরে ফ্যান, অনেকেই তা না বুঝি
সুইচ টিপে শুধু করি ব্যবহার-
তার কার্যকারণ না খুঁজি।
তেমনি অনেকেই জীবন কাটাই
জীবনের মানে না বুঝি–
অন্তরের অতলে তোলে না ঝড়-
প্রাণের কার্যকারণ না খুঁজি।
স্পর্শের বাইরেই থাকে জীবনের স্বাদ
মৃত্যু এসে হানা দেয় দ্বারে-
জীবনের রোমাঞ্চ আধফোঁটা কলি
সহসাই ঝরে পড়ে—–।