সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন নারীর শালীনতা বজায় রেখে চলার পক্ষে মতামত ব্যক্ত করে বলেছেন, ‘কিছু মেয়েকে অনেক সময় তাঁর চালচলনে এরকম ধরণের কাপড়-চোপড় পরে যে পুরুষের মাথা ঠিক এবং ভালো থাকে না। তাঁরা এরকমভাবে রাস্তা দিয়ে যায় আমার কাছে মনে হয় এই এই বিষয়গুলো একটু অন্যরকম একটু দৃষ্টিকটু। আমাদের সমাজে অনেক মেয়েকে দেখা যায় চুল ছেড়ে, বুকের উপর কাপড় থাকে না।’
১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশনের আয়োজনে ‘ধর্ষণ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘ধর্ষণ একটি সামাজিক ব্যাধির মত সারা দেশে ছড়িয়ে পড়েছে। আজকে অনেকে অনেক কথা বলেছেন। ধর্ষণ হলে এই সরকার বিচার করতে পারে না। বিচার করে না। কিন্তু আপনারা যারা সংবাদ দেখেছেন বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায়কারী যেই হোক তাঁর বিচার দ্রুত সম্ভব করার তাগিদ দিয়েছেন। আরো কিছু কিছু জায়গায় বিরোধীতার জন্য বিরোধীতা করে। আমরা যারা আওয়ামী লীগের ক্ষমতায় আছি। আমরা সব সময় একটি কথা বলি। দোষ যেই করুক উনি কোনো দলের হতে পারে না। আজকে হয়তো অনেকে জোর করে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় থাকাকালিন অবস্থায় আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করছেন।’
তিনি বলেন, ‘আমি যখন একজন পুরুষ বন্ধুকে পুরুষ হিসেবে নেই। তেমনি মাইন্ডে রাখতে হবে। একটি মেয়েও আমার বন্ধ। আমি যেন ওই দৃষ্টিতে না দেখি যে দৃষ্টিতে দেখলে আমার মন মানসিকতা বিকৃত হবে। ধর্ষণ প্রতিরোধ করতে হলে শুধু রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা সম্ভব নয়, আবার শুধু সাংবাদিক বা পুলিশের দ্বারা সম্ভব না। সম্ভব হবে সকলের প্রচেষ্টায়।’
তিনি আরো বলেন, ‘যে কারণে বেশি ধর্ষণ হয় এর মূল কারণ হচ্ছে নেশায়। যারা নেশা করে তাঁদের বুদ্ধি বিবেগ থাকে না। একটা মেয়েল প্রতি তাঁদের নজর হয়ে যায় অন্যরকম। তাই ধর্ষণের পাশাপাশি আমাদেরকে মাদকের বিরুদ্ধেও কথা বলতে হবে।’
বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন (বাপুঅফা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ খাইরুল আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ ও নিউজটুয়েন্টিফোর এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল, বাপুঅফার মহাসচিব সাজেদ শুভ, বন্দর থানার আহ্বায়ক সামিউল কুদ্দুস শেখ প্রমূখ।