সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০২০-২১ অর্থ বছরের রবি মৌসুমে পূণর্বাসন এবং প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে রবি মৌসুমের বিভিন্ন শস্যের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
১৯ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস প্রায় ১৭২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে সরিষা, বোরো ধান, ভূট্টা, গম, খেসারী, মসুর, টমেটো, মরিচ, সূর্যমুখী, চিনাবাদাম এবং পেয়াঁজ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।