সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নামফকল ভাঙ্গার প্রতিবাদে ২য় দিনের মতো কর্মবিরতি পালন করেছে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
গত ২৪ নভেম্বর মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে মঙ্গলবার প্রথম দিনে কালো ব্যাচ ধারণ ও সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টার কর্মবিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। এ কর্মসূচি চলবে ২৬ তারিখ পর্যন্ত।
কর্মবিরতি পালনকালে জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী কাঞ্চন পালিত তার বক্তব্যে বলেন, সোনারগাঁয়ে জি.আর ইনস্টিটিটিউশনে আমাদের চেয়ারম্যানের নামফলক ভেঙ্গে ফেলা হয়। এর প্রতিবাদে মঙ্গলবার ও বুধবার আমরা কর্মবিরতি পালন করেছি। আগামীকাল ও আমরা পালন করবো। এর সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. অলিউল্লাহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-প্রশাসনিক কর্মকর্তা কে এম রাশেদুজ্জামান, উচ্চমান সহকারী মীর মাহমুদা খানন, নমিতা মল্লিক, হিসাব রক্ষক মঞ্জুরুল আলম, চেয়ারম্যানের সিএ তাসলিমা আকতার, অফিস সহকারী মিলন হোসেন, হারুন অর রশিদ, সার্ভেয়ার রকিবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।