সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেতন বৈষম্য নিরসনের দাবীতে ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সহকারী স্বাস্থ্য সহকর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি পালন করেছে। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সহকারী স্বাস্থ্যকর্মীরা এ কর্মসুচি পালন করেন।
কর্মসুচিতে স্বাস্থ্য পরিদর্শক-১১ সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের -১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনে জোড় দাবী জানানো হয়।
বক্তারা এ সময় ১৯৯৮ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নের দাবী জানান। দাবী পূরণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
এ কর্মসুচিতে নেতৃত্ব দেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নুরে আলম মোল্লা, আহববায়ক ও সদস্য সচিব সফিউল্যাহ মিয়া, লুৎফুন্নাহার, মজিবুর রহমান, আবুনাসের, আমান, ছাইদুল হক, আজিমদ্দীন সুমন সহ সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ।