সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে শীতল বিশ্বাস নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী।
তিনি জানান, ৩০ নভেম্বর সোমবার রাত সাড়ে দশটায় র্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাব পৌর দিঘীবরাব এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ১ প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শীতল বিশ্বাস রূপগঞ্জের দিঘীবরাব এলাকার বকুল বিশ্বাসের ছেলে।
উক্ত অভিযানে গ্রেপ্তারকৃত আসামীর হেফাজত হতে ১টি ভুয়া ট্রেড লাইসেন্স, ব্র্যাক ব্যাংক এর চেক বই ১টি, ১টি মানি রিসিপ্ট বই, ২টি আইডি কার্ড, ১ বক্স ভিজিটিং কার্ড, ১টি প্যাড বই, ব্যবসায়িক ও অফিসিয়াল ব্যাংক একাউন্ট পরিবর্তনের আবেদনপত্র ২টি, ৩টি আন্তঃ ব্যাংক অনলাইন লেনদেনের প্রিন্ট কপি, প্রতারণার কাজে ব্যবহৃত ১৪টি সীল, ১টি ল্যাপটপ ও ১টি মোবাইল জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামী প্রতারণার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে মার্কেটিং অফিসার সেজে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং কর্পোরেশন নামক প্রতিষ্ঠানে চাকুরী নেয়। চাকুরীর আড়ালে সে একই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মহিউদ্দিন চৌধুরীর সরল বিশ্বাসের সুযোগ নিয়ে অবৈধ উপায়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যে ভুয়া ট্রেড লাইসেন্স তৈরি করে প্রতারণামূলকভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। অসাধু উপায় অবলম্বন করে সে উক্ত কোম্পানীর নামে নকল প্যাড বানিয়ে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং কর্পোরেশন এর স্বত্বাধিকারী পরিচয় দিয়ে বিভিন্ন কোম্পানীর সাথে আর্থিক লেনদেন পরিচালনা করে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মহিউদ্দিন চৌধুরীর অজ্ঞাতসারে সুকৌশলে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত ব্যাংক একাউন্ট এর পরিবর্তে আসামী তার নিজস্ব নামের একাউন্ট ব্যবহার করার জন্য প্রয়োজনীয় নথিপত্র নকল করে আবেদন করে এবং ভুক্তভোগী ব্যবসায়ী মহিউদ্দিন চৌধুরীর প্রতিষ্ঠানের নামে লেনদেনের সকল অর্থ প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রদেয় টাকা ফেরত চাইলে শীতল বিশ্বাস ভুক্তভোগী ব্যবসায়ী মহিউদ্দিন চৌধুরীকে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে।
ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১১ কর্তৃৃক ব্যাপক অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে গত ৩০ নভেম্বর রাত সাড়ে দশটায় একটি আভিযানিক দল কর্তৃক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় অভিযান চালিয়ে উক্ত প্রতারণার মূলহোতা শীতল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে, দীর্ঘদিন যাবৎ সে বিভিন্ন ব্যক্তির সাথে অভিনব কায়দায় প্রতারণা করে কোটি টাকার উপরে টাকা হাতিয়ে নিয়েছে।