সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভার প্রধান অতিথি আলোচিত আইনজীবী নেতা ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসে খান সকলের উদ্দেশ্যে বলেন, দেশে এখন অগণতান্ত্রিক সরকার। দেশে গণতন্ত্র নাই, আইনের বিচার নাই, দেশকে বিচারহীনতার রাষ্ট্রে পরিনত করেছে এই সরকার। দেশে সরকারি দল ও সরকারি দলের পুষ্টরা খুন গুম ধর্ষণ রাহাজানি করেও পার পেয়ে যাচ্ছে। অন্যদিকে বিনা দোষে জেল খাটছে বিএনপির নেতাকর্মী এবং জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষেরা।
তিনি আরও বলেন, পুরো দেশ একটা জিম্মিদশায় আমরা বসবাস করছি। এমন একটি দেশে গণতন্ত্র পূনরুদ্ধার করতে হলে আমাদের গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আর সেই আন্দোলনে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের নেতাকর্মীরাও রাজপথে সক্রিয় ভুমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের প্রতিটা নেতাকর্মীকে গণতন্ত্র পূনরুদ্ধার আন্দোলনে সক্রিয় থাকতে হবে।
জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণগঞ্জ মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ডিসেম্বর শনিবার সন্ধ্যায় মহানগরীর নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের আহ্বায়ক ও মহানগর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন খানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক গুলজার খানের পরিচালনায় ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের সঞ্চালনায় পরিচিতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক।
পরিচিতি সভা শেষে মহানগর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন, নুর জাহান বেগম, নুর আলম শিকদার, শাহ্ আলম খান, সেলিম মিয়া মিঠু, জসিম উদ্দিন, সালাউদ্দিন শিকদার, জসিম উদ্দিন খান ছোটন, বাবুল মিয়া, শেখ মোস্তফা কামাল, মাহফুজুর রহমান ভূঁইয়া ও আজমির হোসেন খন্দকার এবং কমিটির সদস্য শামসুল হক মাদবর, আবুল কালাম খান, মতিউর রহমান খান, সিরাজুল ইসলাম সিরাজ, মনির হোসেন প্রধান, আলমাছ সরদার, আলী আছরাফ, মহিউদ্দিন মোল্লা, সেলিম শেখ, শাহিন আহম্মদ, রিপন মিস্ত্রী, আওলাদ হোসেন, সোহাগ মিয়া, আলমগীর হোসেন, রাজু আহম্মদ, আব্দুর রাজ্জাক, ফারুক হোসেন, রোকন মিয়া, নজরুল ইসলাম, মিন্টু খান, জহিরুল ইসলাম, আবদুর রশিদ, রোমান মিয়া, সেলিম মিয়া, মিলন খন্দকার, মো. লিটন, নুর ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মো. শাহজালাল, আনোয়ার হোসেন সজল, মুকুল মিয়া, আবদুল হাই, মকবুল হোসেন, মো. সেলিম, সাঈদুল রহমান, আসলাম খান, কবির হোসেন, মো. মফিজ, নাজমুল হাসান জিত, সালাহ্ উদ্দিন, মো. মমিন, মনির হোসেন, আমিনুল হক আমিন, আশরাফুর রহমান, শফিকুল ইসলাম স্বপন, আজিজুল হাকিম, জামাল মিয়া, মোখলেছুর রহমান, আজিজুল মিয়া, সহিদ মিয়া, আকবর হোসেন সেন্টু, কামাল পাটোয়ারী, ফজল হোসেন ও রঞ্জিত মল্লিক।
এর আগে মনির হোসেন খানকে আহ্বায়ক ও গুলজার হোসেন খানকে সদস্য সচিব করে গত ২৫ নভেম্বর জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব কৃষিবিদ হাসান আরিফ তুহিন ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।