সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৬ ডিসেম্বর রবিবার গভীর রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদল ৫ জনকে হাত পা বেঁধে পিটিয়ে মারাত্মক জখম করে নগদ টাকা, স্বর্ণলংকার ও মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরপাড়া গ্রামে মাওলানা নজরুল ইসলামের বাড়িতে রবিবার রাত পৌনে ২ টায় ১৫/২০ জনের একদল ডাকাত প্রথমে হানা দেয়। পরে ওই গ্রামেই আলমগীর ও নুরুর বাড়িতে ডাকাতদল হানা দেয়। ডাকাতদল আলমগীর, তার ছেলে আরিফ, শরিফ ও অপর বাড়ির নুর ও তার ছেলে মফিজুলকে হাত পা বেধেঁ দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে তিন বাড়ি থেকে নগদ ৩০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণ, কয়েকটি মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম মিডিয়াতে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ডাকাতির বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।