সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য লোহার এ্যাঙ্গেল দিয়ে বানানো হয়েছিল অস্থায়ী শহীদ মিনার। কিন্তু সেই লোহা দিয়ে বানানো শহীদ মিনারটি চুরি হয়ে গেছে। চোরের দল মাতৃভাষা দিবসটিও পালন করতে দিল না। তবে ঘটনার একদিন পেরিয়ে গেলেও অস্থায়ী শহীদ মিনারটি উদ্ধার করতে পারেনি পুুলিশ। ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লোহার এ্যাঙ্গেল দিয়ে বানানো শহীদ মিনারটি চুরির ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে হাজীপুর এলাকার বাসিন্দা মিলন জানান, কলাগাছিয়া ইউনিয়নের মধ্যে হাজীপুর এলাকা অনেক অবহেলিত এলাকা। বিশাল জনগোষ্ঠী ঘেরা হাজীপুর এলাকায় শহীদ মিনার নেই অনেক দিন ধরে। ২০১৮ সালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষার্থী ও যুব সমাজের কথা চিন্তা করে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ শহিদুর রহমান শহিদ মিয়ার ব্যক্তিগত উদ্যোগে ১৫ হাজার টাকা ব্যয় করে হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেচিরেন। গত মঙ্গলবার রাতে অজ্ঞাত চোরের দল কৌশলে বিদ্যালয়ে প্রবেশ করে লোহার এ্যাঙ্গেল দিয়ে র্নিমিত অস্থায়ী শহিদ মিনারটি চুরি করে নিয়ে যায়।