সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে থাকা সম্ভাব্য মেয়র প্রার্থী ও নৌকা প্রতীক প্রত্যাশি ৬ জনের নাম কেন্দ্রে প্রস্তাব করেছে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ। যদিও এর আগে গত ৪ ডিসেম্বর সোনারগাঁও পৌর আওয়ামীলীগের এক বর্ধিত সভা শেষে মিডিয়াতে জানানো হয় ৪ জনের নাম কেন্দ্রে প্রস্তাব করে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু সেটার পর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় ৬ জনের নাম পাঠানোর সিদ্ধান্ত মোতাবেক জেলা আওয়ামীলীগের মাধ্যমে কেন্দ্রে এর তালিকা পাঠানো হয়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যম দেখিয়ে স্থানীয় সরকার পৌরসভা নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভাপতি বরাবর পাঠানো প্রস্তাব পত্রে উপজেলা আওয়ামীলীগ উল্ল্যেখ করেছে যে, গত ৬ ডিসেম্বর রবিবার দুপুর ১টায় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া।
প্রস্তাব পত্রে আরো উল্ল্যেখ করা হয়, পৌরসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার শুরুতে যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম দলীয় প্রতীকের জন্য ৬ জন প্রার্থী নির্বাচনী চষে বেড়াচ্ছেন বলে জানান। সভায় উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ স্ব-বিস্তারে ৬ জনের নামই জেলা আওয়ামীলীগের মাধ্যমে স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডে প্রেরণের সিদ্ধান্ত হয়।
উপজেলা আওয়ামীলীগের প্যাডে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া ও যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের স্বাক্ষরিত প্রস্তাব পত্রে ৬ জনের নাম উল্ল্যেখ করা হয়।
প্রস্তাব পত্রে কোন ক্রমিক সংখ্যা না থাকলেও সকলের নামের আগে তারকা চিহ্ন দিয়ে দুইটি সারিতে তিনজন করে মোট ৬ জনের নামের তালিকা দেয়া হয়।
প্রথম সারিতে প্রথমে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগীর আহাম্মেদ, জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহ্বায়ক ও গত নির্বাচনে নৌকা প্রতীক পাওয়া প্রার্থী অ্যাডভোকেট এটি ফজলে রাব্বী এবং দ্বিতীয় সারির প্রথমে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বদরুন্নেছা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক মোহাম্মদ হোসাইনের নাম তালিকায় অন্তর্ভূক্ত করা হয়।