বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিরুর বিক্ষোভ মিছিল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদি এলাকায় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে মিছিল নিয়ে যোগদান করেন তিনি।

মহাসড়কের টিপুরদি ফায়ার ষ্টেশনের সামনে এক প্রতিবাদ সমাবেশে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেকটি ভাস্কর্যে একটি আঘাত করলে সারা দেশে আগুন জ্বালিয়ে দেয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন।

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম আরো বলেন, দেশে এক শ্রেণীর মোল্লা আছেন যারা বিএনপি জামায়েতের টাকায় চলে ধর্মের নামে ব্যবসা করেন। আমরা দেখেছি সরকারের গোয়েন্দা রিপোর্টেও রয়েছে একটি রাজনৈতিক দলের সম্পৃক্ততা। আমরা ধর্মপ্রাণ মুসলমান আমরা সরল বিশ্বাসে অনেকে কিছু বিশ্বাস করি। আর আমাদের সরলতার সুযোগ নিয়ে ধর্মকে ধ্বংস ও মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে আর্ন্তজাতিকভাবে ষড়যন্ত্র চলছে। কথা হচ্ছে আমাদের নেত্রী শক্ত হাতে দেশকে পরিচালনা করছেন দেশের উন্নয়ন করছেন যা বিগত দিনে কোন সরকার করতে পারেনি। তাই শেখ হাসিনার উন্নয়ণ বাধাগ্রস্ত করতে শেখ মুজিবুর রহমানে শততম জন্মবার্ষিকীতে তার ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে সামনে রেখে বলতে চাই সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দূর্বার আন্দোলন করা হবে।

এ ছাড়াও কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভাস্কর্য ভাঙ্গার ঘটনায় ষড়যন্ত্রকারী ও দায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহ্বায়ক ও সোনারগাঁও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট এটি ফজলে রাব্বী বলেছেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য্যে আঘাত মানে বাঙালী জাতির হৃদয়ে আঘাত করা। যারা স্বাধীনতা চায়নি তাদের প্রেত্মাতারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে। স্বাধীনতাবিরোধী শক্তি ও স্বাধীনতাবিরোধীদের দোসররাই মাথাচাড়া দিয়ে ওঠেছে। আমরা বিস্মিত হই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার দুঃসাহস তারা কোথা থেকে পেল? রাষ্ট্রদোহ মামলায় এনে তাদের কঠোর বিচার দাবি করছি এবং যারা এই ঘটনার পেছন থেকে কলকাঠি নাড়ছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।

এ সময় সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, শিল্প বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ফেন্সি, পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট এটি ফজলে রাব্বী, মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা, মোহাম্মদ হোসাইন, বারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মাসুদ রানা মানিক, জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রমূখ।