সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে গুলশান রোড তরুণ সমাজের উদ্যোগে বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক বিরোধী ফুটবল টূর্ণামেন্টের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার রাতে পঞ্চবটির আজাদ রোলিং মিল মাঠে টূর্ণামেন্টের ফাইনাল খেলা শেষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মো: মাসুদ ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে মো: মাসুদ ভূঁইয়া বলেন, খেলাধূলা যুব সমাজকে মাদকসহ সকল অপরাধমূল কর্মকান্ড থেকে দূরে রাখে। তাই যুব সমাজকে খেলাধূলার সাথে যুক্ত রাখতে প্রতিনিয়ত খেলাধূলার আয়োজন করতে হবে। এজন্য প্রতিটি এলাকায় খেলার মাঠ তৈরী করতে হবে। মাদক থেকে ফিরাতে যুবসমাজকে খেলাধূলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে।
মাসুদ ভূঁইয়া আরো বলেন, দূর্নীতি মুক্ত সমাজ গড়তে সকলের সহযোগীতা প্রয়োজন। সকলে সৎ ভাবে থেকে ও সৎ সাহস নিয়ে জীবন যাপন করলে দূর্নীতি মুক্ত সমাজ গড়ে উঠবে। সৎ সাহস নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার আহবান জানান মাসুদ ভূইয়া।
এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মো: সালাউদ্দিনের সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে ছিলেন তানভীর, সিনহা, জিসান, মিলন, নাহিদ, সিয়াম প্রমূখ।