সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, মহান বিজয় দিবস ও বারদী ইউপি চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব জহিরুল হকের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে (২৮ ডিসেম্বর) সোমবার বিকেলে বারদী বাজার ফুটবল খেলার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বারদী ইউপি চেয়ারম্যান ও বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল।
এতে প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু এবং প্রধান আলোচক হিসেবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য দীপক কুমার বনিক দীপু উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, ইসলামে সংঘাত নেই। অথচ সেই ধর্মকে ব্যবহার করে ওরা বিশৃঙ্খলা ও মানুষের সাথে সংঘর্ষ সৃষ্টি করতে চাইছে। সম্প্রীতির দেশ বাংলাদেশ। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ। বাংলার দুঃখী ও মেহনতি মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার লক্ষে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি অতন্দ্র প্রহরী ও নিদ্রাহীনভাবে কাজ করে চলেছেন। বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত করেছেন। বিশে^র মানচিত্রে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে হিসেবে সমাদৃত। তাই নৌকা মার্কার নাম বলে যারা দলের বদনাম করবে তাদেরকে আপনারা ভোট দিবেন না।
বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার ও সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সদস্য শামসুদ্দিন খাঁন আবু, সদস্য মাহমুদা আক্তার ফেন্সী, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ প্র্রমূখ।