বিএনপির ভাল লোকগুলো আসছে জাতীয়পার্টির পতাকাতলে: এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের সংসদ সদস্য ও জাতীয়পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন, জাতীয়পার্টি এখন শক্তিশালী রাজনৈতিক দল। এক সময় যারা ভুল পথে গিয়ে বিএনপির রাজনীতি করতো, তারা আজকে বুঝতে পেরেছে বিএনপি জ্বালাও পোড়াও হত্যার রাজনীতি করে। বিএনপির রাজনীতিতে যেসব ভাল মানুষগুলো ছিল, তারা আজকে জাতীয়পার্টির পতাকাতলে আসছে। আমরা ভাল মানুষগুলোকে জায়গা করে দিব। নারায়ণগঞ্জ জেলা মহানগরের প্রতিটা ওয়ার্ডে জাতীয়পার্টিকে শক্তিশালী করা হবে।

নারায়ণগঞ্জের বন্দরে আয়োজিত জাতীয়পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, জাতীয়পার্টি কোন গণ্যহীন দল নয়, দেশের প্রধান বিরোধী দল। আমার রাজনৈতিক শিক্ষা গুরু বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান যেমনটি রেখে গেছেন আজকের নেতা-কর্মীদের উপস্থিতি দেখে আমার কাছে তেমনটিই মনে হচ্ছে। আজকের এই জনসভা প্রমাণ করে নাসিম ওসমান মরে নাই উনি এখনো জীবিত আছেন মানুষের হৃদয়ের মনিকোঠায়।

১ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টি কর্তৃক বন্দর শাহী মসজিদ ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লিয়াকত হোসেন খোকা আরো বলেন, আপনাদের অকৃত্রিম ভালবাসার কারণেই আজকে আমি এমপি হয়েছি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হয়েছি। আপনাদের এই ঋন শোধ করতে পারবোনা।

মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহিন, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ বাচ্চু মিয়া, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহম্মেদ ও সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাজী মহসিন।

মহানগর যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক রিপন ভাওয়ালের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংস্কৃতিক পার্টির নেতা জি এ রাজু, ২২নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা আজহারুল ইসলাম ভূইয়া জিন্নাহ, ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি পলি বেগম, ২০নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা মনির হোসেন, মোঃ শহীদুল্লাহ, মহানগর জাতীয় পার্টির নেতা মোঃ শাহ আলম, ধামগড় ইউনিয়ন জাতীয় পার্টির নেতা কামাল হোসেন, আলাউদ্দিন প্রেসিডেন্ট, গাজী মান্নান, জেলা জাতীয় পার্টির নেতা মোঃ জাহাঙ্গীর আলম, ২৫নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা শরীফ হোসেন শাহ, মোঃ শাওন, মুছাপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মোঃ ওয়াসিম, আলী হোসেন মোল্লা প্রমুখ।