সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে দুইদিন ব্যাপী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড ভলান্টিয়ার সতেজকরণ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা হয়েছে। গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি এই দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্স করানো হয়। সকাল ৯টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত এই প্রশিক্ষণ চলে।
নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল আরেফীনের নেতৃত্বে সেভ দে চিলড্রেন, সিভিএমপি, ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। তিনি জানান, এতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের ৫০ জন ভলান্টিয়ার অংশগ্রহণ করে। ভলান্টিয়ারদের
হাতে কলমে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হয়।
তিনি আরও জানান, ভূমিকম্প, দূর্যোগ সময়ে ভলান্টিয়াররা উদ্ধার অপারেশন কিভাবে করবে তার কলাকৌশল, অগ্নি দূঘর্টনার প্রথম সারাদানকারী হিসেবে কাজ করবে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের সাথে সহযোগী দল হিসেবে কাজ করবে।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে সহযোগী প্রশিক্ষক হিসেবে ছিলেন- সিনিয়র ইস্টেশন অফিসার মোঃ শাহজাহান ও ইন্সপেক্টর মোঃ ফখরুলউদ্দিন। তাছাড়া এ প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন- ইউরোপ থেকে আগত অতিথি ডেনিয়েলা দুযো।