সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
স্বাধীনতার পক্ষের শক্তির স্বতন্ত্র সংগঠন ঐতিহ্যবাহী বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪ জানুয়ারি সোমবার। আর তাই দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ।
সোমবার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হবে। শেষ হবে ওয়ার্ডে ওয়ার্ডে কেক কাটা আর মিষ্টান্য বিতরণের মধ্য দিয়ে। এর মধ্যে থাকবে প্রতিকৃতিতে শ্রদ্ধা, কেক কাটা অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ভার্চুয়াল আলোচনা সভা।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ বলেন, মহানগর ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগ একত্রে সকাল ৭টায় ২ নং রেল গেইট সংলগ্ন আওয়ামী লীগের পার্টি অফিসে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করবে। সকাল ৯টায় জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ১০ টায় কেক কাটা অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভা, দুপুর ৩টায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ভার্চুয়াল আলোচনা সভায় অংশ গ্রহণ।
সন্ধ্যা ৭টা থেকে মহানগর ও জেলা এলাকার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান পালন এবং অসহায় দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন মিষ্টান্ন বিতরণ করা হবে। এ বছর করোনার কারণে ছাত্রলীগের র্যালী হচ্ছে না।
প্রসঙ্গত, ছাত্রলীগের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বায়ান্নর ঐতিহাসিক ভাষা আন্দোলন, সাতান্নর শিক্ষক ধর্মঘট, বাষট্টির শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে। স্বাধীন বাংলাদেশেও বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সংগ্রামী ভূমিকা বিশেষভাবে স্মরণযোগ্য।