সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় কনকা ইলেকট্রনিক্সের কারখানায় সংঘটিত আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
৩ জানুয়ারি রবিবার সকাল সাড়ে ১০টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটলে বিকেল সাড়ে ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ শুরু করে।
আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের সোনারগাঁও, বন্দর, ডেমরা স্টেশনের ১২টি ইউনিট ও ৮০ জন কর্মী। এতে সহায়তা করে পুলিশ, র্যাব, স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা।
এর আগে স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। ওই সময় সকল টিমকে সার্বিকভাবে সহযোগীতা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টিমকে অনুরোধ জানান। ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এমপি খোকা বিস্ময় প্রকাশ করেন।
শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরপরই আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। শ্রমিকদের মধ্যে ইঞ্জিনিয়ার আতিক ও আরেকজন (নাম জানা যায়নি) আহত হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেছি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে আমাদের বেগ পেতে হয়েছে তাই আমাদের গাড়ি ভেতরে প্রবেশে সমস্যা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষকণিকভাবে জানানো সম্ভব হচ্ছে না।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে, ডাম্পিং চলছে। পুলিশ ও স্থানীয়রাও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেছেন।