কোস্টগার্ডের অভিযানে ১২’শ কেজি জাটকা উদ্ধার, এতিমখানায় বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বুড়িগঙ্গায় যাত্রীবাহী একটি লঞ্চ থেকে ১২’শ কেজি জাটকা মাছ উদ্ধার করেছে নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড। ৩ জানুয়ারী রবিবার পরে ওইসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক জানান, ৩ জানুয়ারী ভোর ৩টায় ঢাকাগামী এমভি ইয়াদ-৩ নামের যাত্রীবাহী লঞ্চ থেকে ১২’শ কেজি জাটকা উদ্ধার করে নারায়ণগঞ্জ কোস্ট গার্ড। তবে এসময় কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

উল্লেখ্য জাতীয় মাছ ইলিশ রক্ষার্থে ১ নভেম্বর ২০২০ হতে ৩০ জুন ২০২১ পর্যন্ত ১০ ইঞ্চি (২৫ সে.মি.) অথবা তার চেয়ে ছোট ইলিশ বা জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ দন্ডনীয় অপরাধ ঘোষণা করা হয়েছে।