চলছে ব্রীজ নির্মাণ ও রাস্তা তৈরির কাজ, হটাৎ এমপি খোকা হাজির

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

চলছে উন্নয়নমুলক কাজ। এমন কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখতে কাউকে না জানিয়ে হটাৎ করেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। মুলত ভালমানের সামগ্রী দিয়ে ব্রীজ ও রাস্তা তৈরি করা হচ্ছে কিনা সেটা স্বচোখে দেখার জন্যই তিনি সেখানে উপস্থিত হয়েছেন। কারন প্রায়শই অভিযোগ ওঠে নিম্মমানের ইট বালি শুরকি দিয়ে উন্নয়নমুলক কাজ করে থাকেন ঠিকাদারগণ। এমন বিষয়টি তিনি হচ্ছে কিনা সেটা দেখতেই উন্নয়ন কাজ পরিদর্শনে যান নীরবে।

জানাগেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হামছাদী ব্রীজ ও হামছাদী মাদ্রাসা হতে হামছাদী ধনপুর পাকা রাস্তা পরিদর্শনে যান আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের এমপি লিয়াকত হোসেন খোকা।

এমপির উপস্থিতির খবর পেয়ে শত শত গ্রামবাসী উপস্থিত হয়। গ্রামবাসীকে নিয়ে এমপি খোকা বৈদ্যেরবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা ঘাট, প্রাইমারী স্কুলের ও মাদ্রাসার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য সাথে ইঞ্জিনিয়ারকে নির্দেশ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের মেম্বার হোসেন মিয়া, সাবেক মেম্বার দেলোয়ার, বিশিষ্ট সমাজ সেবক মুজিবুর রহমান, আফজাল হোসেন, হামছাদী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শাজাহান শিবলী, মোহাম্মদ আলী মেম্বার, বাসেদ মেম্বার, আইয়ুব আলী, শেখ ফরিদ, আলমগীর মেম্বার, জাবেদ রায়হান জয়, ফজ লুল হক মাষ্টার সহ শত শত এলাকার মুরব্বীগণ।