সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় ৪’শ ফিট লম্বা ও ১২ ফিট চওড়া রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন কুতুবপুর চেয়ারম্যান ও সমাজ সংস্কারক মো. মনিরুল আলম সেন্টু।
৫ জানুয়ারি মঙ্গলবার সকালে দেলপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ ঢালাই কাজের উদ্বোধন করেন।
রাস্তার ঢালাই কাজ উদ্বোধনকালে চেয়ারম্যান সেন্টু বলেন, সমাজের উন্নয়ন করা আমার নৈতিক দায়িত্ব। রাস্তা-ঘাট, হাট-বাজার দিনে দিনে অনেক উন্নতি হয়েছে। সবকিছু মিলিয়ে রাষ্ট্র আজ আধুনিক মডেল রুপ নিয়েছে। আমাদের লক্ষ্য রাখতে হবে আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবে আমাদের যুব সমাজক আর সেই যুব সমাজ যেনো অবক্ষয় নাহয়।
এ সময় জামান মেম্বার বলেন, চেয়ারম্যান সাহেবের সহযোগিতায় এলাকার সকল রাস্তা ঘাটের উন্নয়ন করা হচ্ছে। সমাজের উন্নয়নে এখন এলাকাবাসীর মুখে হাসি তারা ভালো রাস্তা দিয়ে চলাচল করতে পারচ্ছে, নিরাপত্তা সহকারে এলাকায় শান্তিতে বসবাস করতে পারচ্ছে। উন্নয়নের মাধ্যমে সমাজ এখন আধুনিক মডেল রুপ নিয়েছে।
রাস্তার ঢালাই উদ্বোধনকালে ইউপি সদস্য মো. জামান মিয়া’র তত্ত্বাবধানে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিন মাদবর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।