সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ড্রেজার ব্যবসায়ীর কাছ থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে ড্রেজারের দুই লাইনম্যানকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ৮ জানুয়ারি শুক্রবার সকালে ড্রেজার ব্যবসায়ী মনির হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মনির হোসেন তার অভিযোগে উল্লেখ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে কালিগঞ্জ ব্রক্ষ্মপুত্র নদ থেকে মেঘনা ইকোনোমিক জোনে বালু ভরাট করে আসছিল। এ বালু ভরাটকে কেন্দ্র সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ও তার ভাই সাকিব হোসেন, নোয়াব হোসেন, মোজাফ্ফর ও হৃদয় মনির হোসেনের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল।
দাবিকৃত চাঁদা না পাওয়ায় ৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেনের নেতৃত্বে ৮/১০ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মনির হোসেনের ড্রেজারের পাইপ ভাংচুর করে। এ সময় মনির হোসেনের লাইনম্যান ফয়সাল ও আসিফ বাঁধা দিলে বিল্লাল হোসেনের লোকজন তাদের কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনায় মনির হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, মনির হোসেন ও রনির লোকজন আমাদের লোকজনের উপর হামলা চালালে আমাদের লোকজন তাদের উপর পাল্টা হামলা চালালে সংঘর্ষ বাঁধে এতে উভয় পক্ষের লোকজন আহত হয়।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, ড্রেজারের পাইপ ভাংচুর ও মারামারির ঘটনায় দু’পক্ষই দুটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।