সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের বরাদ্দ থেকে বন্দর থানাধীন বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন মসজিদের উন্নয়ন ও স্কুলের শহীদ মিনার নির্মাণে রাস্তা, ড্রেন নির্মাণ ৬০ লক্ষ টাকা অনুদানের চিঠি হস্তান্তর ও টেন্ডার সম্পন্ন করেছেন জেলা পরিষদের সদস্য মোঃ আলাউদ্দিন। ৮ জানুয়ারি শুক্রবার দিনভর এসব অনুদানের চিঠি হস্তান্তর করেন তিনি।
নারায়ণগঞ্জে বরাদ্ধ প্রাপ্ত মসজিদ সমূহ গোকুল দাসের বাগ (গুলবাগ) জামে মসজিদ দুই লাখ টাকা, জাঙ্গাল দেওয়ান বাগিচা জামে মসজিদ দুই লাখ টাকা, কলাবাগ সরদার বারী জামে মসজিদ দুই লাখ টাকা, চর ঘারমোরা জামে মসজিদ দুই লাখ টাকা, হরিপুর ও বঙ্গশাসন কুতুবপুর ঈদগাহ নির্মাণ তিন লাখ টাকা, সোনাকান্দা মদিনাতুল উলূম ইসলামীয়া মাদরাসা ২লাখ ৫০ হাজার টাকা, বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ ২ লাখ টাকা, বর বাগ জামে মসজিদ ২ লাখ টাকা, আবুযর গিফারী (রা:) মদরাসা ও এতিমখানা ২ লাখ টাকা, ২২নং রামনগর সরকারী প্রথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ ১লাখ টাকার অনুদানের চিঠি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী যুব আইনজীবী পরিষদের যগ্ম আহবায়ক এ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা মান্নান, ইসহাক মিয়া, ইসলাম পলু, হাসান ইমাম মুন্সী, হানিফ প্রধান, হযরত আলী, আব্দুল বাতেন, আব্দুস সোবহান, আমীর হোসেন, কামালউদ্দিন মমিন, আব্দুল কাদির, সানোয়ার হোসেন, মো: শাহীন, শাহীন তাহেরী সিনহা, আক্তার হোসেন, রবিউল সহ আরো আনেকে।
টেন্ডার হয় বাদশা মিয়ার বারী হতে মোয়াজ্জেমের বারী পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ ১৯লাখ ১০ হাজার টাকার, লালখার বাগ গ্রামের আস্করের বারী হতে কাদির মুন্সীর বারী পর্যন্ত স্লাব ড্রেন নির্মাণ ৯লাখ টাকার, চাপাতলী গ্রামের জলিল মিয়ার বারী হতে গোল হোসেনের বারী পর্যন্ত ৩৫০ ফুট আর সিসি রাস্তা নির্মান ৬লাখ টাকার, জলিল মিয়ার বারী হইতে ২০০ ফুট রাস্তা নির্মাণ ৩লাখ টাকার।