অ আ ক খ ———মাহবুব আলম প্রিয়

———————
বর্ণ আমার মায়ের কাছে
শিখছি প্রথম মা
বাবা ডাকে তৃপ্তি নিয়ে
বাংলায় বুলি যা।

অ আ ক খ
মায়ের ভাষার বর্ণ
ভালোবাসি বাংলা ভাষা
বাঙ্গাল হয়ে ধন্য।

বিশ্বের কাছে বাংলা এখন
সমাদরের বুলি
আন্তর্জাতিক মান তাহার
একুশের চেতনায় চলি।

একুশ হলো বায়ান্নোতে
রক্তমাখা ইতিহাস
উর্দূ কেন রাষ্ট্রভাষা?
বাংলার কেন হবে বিনাস?

রফিক, বরকত, সালাম সবে
চাইলো, রাষ্ট্রভাষা বাংলা হবে!
হায়েনাদের ১৪৪ ধারা ভেঙ্গে
মিছিল শেষে প্রাণ দিয়েছে,,,
তবু ভাষার দাবী
বাংলা রাষ্ট্রভাষা হতেই হবে।

বাধ্য হলো হায়েনারা
অধিকার পাই রক্তঝড়া।
বাংলা বুলি মায়ের বুলি
বাংলা মোদের জান,
বিশ্বে দেখো কে এমনে
বিলিয়ে দিলো প্রাণ?

ভালোবাসি বাংলা তোমায়
নিজের মতো করে
তোমায় পেতে শহীদ যারা
তাদের যেন না যাই ভুলে।।

রচনাকাল : একুশের প্রথম প্রহর