সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ আদালতপাড়ায় একজন ক্লিন ইমেজধারী আইনজীবী হিসেবে পরিচিত অ্যাডভোকেট রবিউল আমিন রনি। যিনি পাশাপাশি আইনজীবী তৈরির কারিগর হিসেবেও নারায়ণগঞ্জ আইন কলেজের প্রভাষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
নারায়ণগঞ্জ আদালতপাড়ায় একজন নম্র ভদ্র মিষ্টভাষী হিসেবে পরিচিত আইনজীবী অ্যাডভোকেট রবিউল আমিন রনি। তিনি জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়াই করতে চান। তিনি সার্বিকভাবে প্রস্তুতি নিয়েছেন।
জানাগেছে, আগামী ২৮ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশি অ্যাডভোকেট রবিউল আমিন রনি।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট রবিউল আমিন রনি বলেন, ইনশাহআল্লাহ আমি আইনজীবী সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। দলীয় মনোনয়ন বোর্ড থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করবো। দীর্ঘদিন আইন পেশায় আমি নিয়োজিত। দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। এ ছাড়াও দলের যেকোন সিদ্ধান্তের প্রতি আমার আস্থা সম্মান ও শ্রদ্ধা রয়েছে। দলীয় সিদ্ধান্ত মেনেই রাজনীতি করেছি ভবিষতেও করবো।
অন্যদিকে জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের লক্ষ্যে ১০ জানুয়ারি রবিবার আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহের আহ্বান জানিয়েছেন নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্য সচিব অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন। এবার ১৭টি পদেই একাধিক মনোনয়ন প্রত্যাশির খবর পাওয়া গেছে। একই পদে তিন চার জন করেই মনোনয়ন প্রত্যাশি রয়েছেন। তবে এবার আওয়ামীলীগের মাঝে কোন বিরোধ বা বিভক্তি এখনও পর্যন্ত পরিলক্ষিত হয়নি। এবার তারা ঐক্যবদ্ধভাবে এক সাথে নির্বাচনে যেতে পারেন বলে একাধিক আইনজীবীরা জানান।
এ সংক্রান্ত একটি নোটিশ সাটিয়েছে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড। মনোনয়ন বোর্ডের সদস্য সচিব এসএম ওয়াজেদ আলী খোকনের কাছ থেকে ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত নির্বাচন করতে ইচ্ছুক মনোনয়ন প্রত্যাশিদের মনোনয়ন পত্র সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। যেখানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২ হাজার টাকা দিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে। এ ছাড়াও দেড় হাজার টাকায় সিনিয়র সহ-সভাপতি থেকে কোষাধ্যক্ষ পদের প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে। বিভাগীয় সম্পাদক পদে এক হাজার ও কার্যকরী সদস্য পদে ৫’শ টাকায় মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে। মনোনয়ন পত্র যাচাই বাছাই করে ১৭ জন প্রার্থী চূড়ান্ত করে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল করা হবে।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া জানিয়েছেন, ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগহ ও দাখিল করতে পারবেন প্র্রার্থীরা। ১৪ জানুুয়ারি প্রার্থীতা যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারির মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবে। ১৮ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলায়।