সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সদর উপজেলা সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকায় অবৈধ মেলা চলছে এমন তথ্য পেয়ে ছুটে যান সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক। পরে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে সেই মেলা বন্ধ ঘোষণা করেন তিনি।
১২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জে নাসিক ২নং ওয়ার্ডে মিজমিজি এলাকায় অবস্থিত এই অবৈধ মেলা বন্ধ ঘোষণা করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নাহিদা মেলার সকল দোকানদারদের বলেন, আপনারা কেউ সরকার কর্তৃপক্ষের কারো কাছ থেকে মেলা চালানোর অনুমতি নেন নাই। এই অবৈধ মেলা বন্ধ ঘোষণা করে গেলাম আপনারা এগুলো নিয়ে চলে যান। এখন সতর্ক করে দিলাম এর পরেও যদি এখানে মেলা চলে তাহলে আপনাদের আইনের আওতায় আনা হবে।
অবৈধ মেলা উচ্ছেদ অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার এসিল্যান্ড ও সহকারী কমিশনার রেজা মো. গোলাম মাসুম প্রধান ও পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।
এ সময় ঐ এলাকার ওয়ার্ড কাউন্সিলর মো. ইকবাল হোসেনকে ঢেকে এনে তাকেউ অবৈধ মেলা সম্পর্কে সতর্ক হতে বলেন এবং এখানে যেনো আর অবৈধ মেলা নাবসতে পারে সেই ব্যবস্থা করার নির্দেশনা দেন।