মহানগরীর ১৩নং ওয়ার্ডে জেলা আ’লীগ সেক্রেটারি শহীদ বাদলের শীতবস্ত্র বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১৮ জানুুয়ারি সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহানগর ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল আহসান হাসানের সভাপতিত্বে ও জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি সালাম খন্দকার সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি খাজা ইরফান আলী, মাসদাইর বাজার বাইতুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক খন্দকার আবুল খায়ের, এনায়েত নগর পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান, মাসদাইর সমাজ উন্নয়ন সংসদের সভাপতি শাহজাহান আহম্মদ প্রধান।

এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা হাজী মহি উদ্দিন আহমেদ, মোহাম্মদ আলী ভূঁইয়া, মজিদ সিদ্দিকী, শেখ মোহাম্মদ হোসেন, গুলজার হোসেন, ওয়াজ উদ্দিন, যুবলীগ নেতা মামুন আহমেদ ইমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. রাকিব প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে মো. রবু খান, ইউনুস আলী, লাল মিয়া লালু, মো. বিপ্লব, আলমগীর কবির, মিলন উদ্দিন।