সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ মহানগরীর আমলাপাড়া মাদ্রাসার ছাত্র ও যুব সমাজের উদ্যোগে ২১ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসা সংলগ্ন মাঠে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাত ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আমলাপাড়া কে.বি সাহা বাইলেন পঞ্চায়েত সেক্রেটারি মোঃ হানিফ সরদার।
বিশেষ অতিথি হিসেবে সমাজসেবক তারেকুদ্দীন, মানিক সরদার, বাদশা সরদার, রেজাউল করিম, হেলাল উদ্দিন, ইদ্রিস আলী, খোকা মিয়া, বাদল মিয়া, মোঃ মোস্তফা, কালু সরদার উপস্থিত ছিলেন।
মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান অতিথির বক্তব্যে হানিফ সরদার বলেন, প্রতি বছরই আমলাপাড়া মাদ্রাসা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তবে মাদ্রাসার বাইরে এবারই প্রথম। এবার এলাকার যুবসমাজ এগিয়ে আসায় তিনি তাদের সাধুবাদ জানান।
তিনি আরো বলেন, আমরা যতো ধনী বা শিক্ষিত হই না কেন, যদি ভালো মানুষ হতে না পারি, আল্লাহতায়ালার নির্দেশ অনুসরণ করতেই না পারি, তাহলে আমাদের জীবনের কোন মূল্য নেই। ইসলামের দেখনো পথ ও নেক আমল না করলে ইহকালে ভোগ বিলাস করতে পারলেও পরকালে আল্লাহতায়ালার দরবারে হিসেব দিতে হবে।
মহামারী করোনা ভাইরাসের প্রসংগ উল্লেখ্য করে তিনি বলেন,মহামারী করোনা থেকেই আমাদের শিক্ষা নিতে হবে।আল্লাহতায়ালা যেন সকলকে করোনা থেকে মাফ করেন এমন প্রার্থনা করেন তিনি।
আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির (দা.বা.)’র সভাপতিত্বে এবং শাফায়াত বিন নজরুল ও এনায়েতুল্লাহ আনসারী সঞ্চালনায় আমন্ত্রিত ওলামায়ে কেরামগনের মাঝে উপস্থিত ছিলেন- মাওলানা খোরশিদ শহীদ আহমদী, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা লোকমান হোসাইন।
ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন, স্থানীয় যুব সমাজের হিরা, পলাশ, রিয়াদ, পাপ্পু, জাহিদ, দিয়ান ও হৃদয় খান।
অনুষ্ঠানে ইসলামী গানের সুরে শ্রোতাদের মুগ্ধ করে তোলেন সিদ্ধিরগঞ্জ সানারপাড়ের এস,ডি কালচার একাডেমীর সংগীত শিল্পীরা। শিশু শিল্পী সাজিম মাহমুদ ও সাজিমুল ইসলামের মধুর কণ্ঠে ইসলামী সংগীতে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। আমন্ত্রিত ক্বারী হিসেবে ক্বারী মোজ্জাম্মেল হক হেলালি উপস্থিত ছিলেম।
পরে দেশের সমৃদ্ধি ও উন্নয়ন এবং করোনা থেকে মুক্তি ও এলাকার মৃত মানুষের আত্নার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, মাদ্রাসার চত্বরের বাইরে আমলাপাড়া মাদ্রাসার কোন অনুষ্ঠান এটাই প্রথম।