সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৩২টি দলের অংশগ্রহণে চ্যালেঞ্জ গ্রুপের পৃষ্টপোষকতায় মোহাম্মদ আলী মেমোরিয়াল ক্রিকেট টুনামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ডে-নাইট এই টুর্নামেন্ট খেলার উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলম।
২২ জানুয়িরি শুক্রবার সন্ধ্যায় মহানগরীর খানপুর পোলস্টার ক্লাব মাঠে পোলস্টার ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম রিয়েলের সার্বিক তত্ত্বাবধানে এই ডে-নাইট খেলার আয়োজন করা হয়।
খানপুর পোলস্টার ক্লাবের সভাপতি আলমগীর কবির বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, খানপুর ইসলামী কাফেলার সভাপতি শামসুজ্জামান ভাষানী, খানপুর ব্রাঞ্চ রোড পঞ্চায়েত পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ মো. আসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য জসিম উদ্দিন, খানপুর মহসিন ক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লোয়ীজ এসোসিয়েশনের সহ- সভাপতি হাজী লোকমান হোসেন,খানপুর পোলস্টার ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান।
আমন্ত্রিত অতিথি খানপুর পোলস্টার ক্লাবের সহ-সভাপতি টিপু সুলতান, মো. কামরুজ্জামান, মাসুম কবির, ধর্ম সম্পাদক হাজী নিজাম উদ্দিন, সহ- সাধারণ সম্পাদক রাতুল কবির, মোবাশ্বির খালিফ দান, চ্যালেঞ্জ গ্রুপের মোমেন, স্বপন, টিটু, মনির, রাজন, সায়েম, রানা, পিয়াল, রবিউল, সার্বিক সহযোগিতায় দ্বীপ, পরশ, অপূর্ব, আনন্দ, শুভ, দুর্জয় প্রমুখ।
এর পূর্বে গত বুধবার সন্ধায় খানপুর পোলষ্টার ক্লাবের আয়োজনে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যেমে জার্সি উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ৩২ দল অংশ গ্রহন করবে। চারটি গ্রুপে এই খেলা অনুষ্ঠিত হবে।