সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষে আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে ৩৫টি পরিবারের মাঝে ঘর ও জমির দলিল সহ চাবি বুঝিয়ে দেয়ার আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ জানুয়ারি শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
ঘর এবং জমি পেয়ে ৩৫টি পরিবারের মুখে হাসি ফুটে উঠেছে। এ সময় তারা প্রধানমন্ত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করেছেন এবং প্রত্যেক পরিবারের মাঝে ১টি করে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর উপজেলা নিবার্হী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের জাতীয়পার্টির সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
বিশেষ অতিথি ছিলেন-স্থানীয় সরকার মন্ত্রণালায়ের উপসচিব ইব্রাহিম খলিল, বন্দর উপজেলার চেয়াারম্যান এম এ রশিদ, উপজেলা ভূমি কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন, পিয়ারও মমিনুল সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।