নারায়ণগঞ্জের ওসমান পরিবারের বাড়ি থেকেই আওয়ামীলীগের জন্ম: ডিসি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেছেন, এখানে এসেছি ১৮ দিন আমার বয়স। এরি মধ্যেই আমি নারায়ণগঞ্জকে ভালবেসে ফেলেছি। কারণ, আমাদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জায়গাগুলো অত্যন্ত স্মৃতি বিজরিত।

ডিসি আরও বলেন, আমি গর্বিত, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের বাড়ি থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল, বঙ্গবন্ধুর হাত ধরে। এখানে বঙ্গবন্ধু অনেক বার এসেছেন। আন্তজার্তিকভাবে নারায়ণগঞ্জের ইতিহাস, ঐতিহ্য আছে, এমন জায়গায় কাজ করতে এসে, আমি গর্বিত, ১৮ দিনেই আমি মুগ্ধ। আমি এইটুকু বলতে চাই, টোটাল নারায়ণগঞ্জের সদস্য হিসেবে আপনাদের সাথে মিলে একটা স্টেপ এগিয়ে দিতে কাজ করতে চাই।’

২২ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় সামসুজ্জোহা ক্রিকেট স্টেডিয়ামে নীট কনসার্ণ মাস্টার্স ক্রিকেট (সিজন-২) ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপরিউক্ত কথা বলেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ।

এ সময় জেলা প্রশাসক আরও বলেন, ‘টোটাল নারায়ণগঞ্জের সদস্য হিসেবে আপনাদের সাথে মিলে একটা স্টেপ এগিয়ে দিতে কাজ করতে চাই। প্রাক্তন, সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজন অন্য কোথাও হয় না। আমি স্যালুট জানাই যারা এই আয়োজন করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশ বিসিবি’র কাছে অনুরোধ করতে চাই, সারা দেশে ক্রিকেটার এসোসিয়েশন আছে। যারা দেশকে দিয়েছে তাদের জন্য কাজ করার। স্পোটর্স মানুষকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জোগায়। নারায়ণগঞ্জের যারা স্পোটর্স ম্যান তারা অত্যন্ত উচুঁ মানের। আমি এইটুকু বলতে চাই, জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ক্রিকেটার সংস্কৃতি সেবীর পাশে থাকতে চাই। টিটু সাহেবের কাছে বলতে চাই, যদি কোন খেলোয়াড় কোন কারণে অসহায় হয় আমাকে জানাবেন। যাতে করে ভবিষ্যৎ এ আরও নতুন কিছু দিতে পারে’।

ডিসি মোস্তাইন বিল্লাহ বলেন, ‘আমাদের স্মৃতি বিজড়িত নারায়নগঞ্জকে তুলে ধরতে আমরা ফটো কনটেস্ট দিয়েছি। আপনারা অনলাইন, মোবাইল, ক্যামেরায় তুলে দিতে পারবেন। যেকোন ছবি যা আমাদের মুগ্ধ ও নারায়ণগঞ্জকে তুলে ধরে। এই ছবি দিয়ে একটা এ্যালবাম প্রকাশিত হবে নামকরণ হবে‘নারায়ণগঞ্জ ফ্রেম’। টিটু সাহেবের আর সাফল্য কামনা করি এই আয়োজনের জন্য। আমি নিজেও খেলাধুলা করি। আমার শত ব্যস্ততার মাঝে আপনাদের ডাকে উপস্থিত হবো’।

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য আরিফ মিহি’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাস্টার্স ক্রিকেট নারায়ণগঞ্জের সভাপতি তানভীর আহমেদ টিটু।