সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, ফজর নামাজ শেষে প্রধাণমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ শুরু করেন। তিনি আমাকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন, আমি এ প্রান্ত থেকে ঐ প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ করেছে মানুষের কাজ করতে। মানুষের পাশে দাঁড়াতে। আর আমি তার নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি।
আমি বিশ্বাস করি মানুষের মধ্যে আল্লাহ বিদ্যমান। মানুষকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হবে। এই বিশ্বাসেই আমি কাজ করে যাচ্ছি। করোনাকালে নারায়ণগঞ্জের সব জায়গায় আমরা মানুষের পাশে ত্রাণ নিয়ে পাশে ছিলাম।
২৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে বন্দর থানাধীন চাপাতলী এলাকায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি বন্দর থানার উদ্যোগে ও মহানগরীর ২৬নং এবং ২৭নং ওয়ার্ড বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী কমিটির আয়োজনে আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ আওয়ামীলীগে কোন বিভাজন দেখতে চাই না। আওয়ামীলীগের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না। আমার এমপি হওয়ার শখ নাই। জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা নাই। কারণ অনেক মন্ত্রী-এমপি হয়েছে মানুষের পাশে দাঁড়ায় নাই। আল্লাহ সহায় থাকলে আমি বেঁচে থাকলে আজীবন মানুষের পাশে থাকব৷
২৭নং ওয়ার্ড জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি ভূইয়া, মহানগর আ’লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এসএম আহসান হাবীব, জি.এম আরমান, সাংগঠনিক সম্পাদক জি.এম আরমান, মহানগর আ’লীগের সদস্য আবেদ হোসেন, ২৬নং ওয়ার্ড আহ্বায়ক কমিটি’র আহ্বায়ক মনির হোসেন, ২৭নং ওয়ার্ড জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ, সদস্য সচিব মোঃ নুরুজ্জামান চৌধুরী, ২৬নং ওয়ার্ডের সদস্য সচিব আক্তার হোসেন।