সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
২৫ ফেব্রুয়ারি সোমবার থেকে বুধবার পর্যন্ত রূপগঞ্জ প্রেসক্লাব ও বগুড়ার আমতলী মডেল স্কুল আয়োজিত ৩ দিন ব্যাপী শিক্ষা মেলা শুরু হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রকলা প্রাঙ্গনে শিক্ষা মেলায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম মাইদুল ইসলাম, আমতলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মীর লিয়াকত আলী, বিশিষ্ট কলামিস্ট গবেষক লায়ন মীর আব্দুল আলীম, সোনারগাঁও ইউনিভার্সিটির পরিচালক শামীম মাহাবুব ও বিশিষ্ট শিল্পপতি শাহিন স্বপন।
এসময় শিক্ষা বিষয়ের উপর ‘শান্তি পাইলাম নারে’ ও ‘বাংলাদেশের জন্মকথা’ নামের দুটি সিডি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক হাজ¦ী খলিল সিকদার। ৩য় দিনে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এ অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে।