সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের আদালতে সাজার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে সোনারগাঁ উপজেলা যুবদল।
৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনের নেতৃত্বে তাৎক্ষণিক মিছিল করেন যুবদল নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী, সদস্য অলি আহমেদ, সনমান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজাউল খন্দকার, সদস্য সচিব খোকন সিকদার, বারদী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানোয়ার, জামপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পনির হোসেন মিন্টু, যুবদল নেতা পরশ সহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দগণ।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা এ রায় দেন।