সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাজাঁ ও নগদ ৪৮ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী সোনিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২৫-৮৪১৭) উদ্ধার করে পুলিশ।
৫ ফেব্রুয়ারি শুক্রবার ফতুল্লার মাসদাইর শেরেবাংলা রোডে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোনিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞী সোনিয়া নাটোর জেলার সিংড়া থানার চাদপুর গ্রামের মাহাবুবের স্ত্রী। সে ফতুল্লার মাসদাইর শেরেবাংলা রোডের বাবু মিয়ার ভাড়াটিয়া বাসায় বসবাস করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেনের নেতৃত্বে মাসদাইর মাহাবুবের ঘরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহাবুব পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী সোনিয়াকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মতে শোয়ার কক্ষ হতে কয়েকটি প্যাকেটে মোড়ানে সাড়ে ১৬ কেজি গাজাঁ ও তার দেখানো মতে প্রাইভেট কারের ভিতর থেকে প্যাকেটে মোড়ানো সাড়ে ৩ কেজি সর্বমোট বিশ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। এ সময় তার নিকট হতে মাদক বিক্রির নগদ ৪৮ হাজার উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাসদাইরে অভিযান চালিয়ে ২০ কেজি গাজাঁ, একটি প্রাইভেটকার ও নগদ ৪৮ হাজার টাকা সহ সোনিয়া নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদক আইনে সোনিয়া ও তার স্বামী মাহাবুবের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।