এমপি খোকার হাতে সনমান্দি ইউনিয়নে তিন গ্রামবাসীর স্বপ্ন পুরণের পথে

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের তিন গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পুরণ হতে চলেছে। উক্ত ইউনিয়নের বাংলাবাজার একটি গুরুত্বপূর্ণ। এই বাজারের পাশেই সোনারগাঁও উচ্চ বিদ্যালয়। ফলে এই এলাকাটি বেশ গুরুত্বপূর্ণ।

এখানে চরলাল, গিরদান ও ইমানের কান্দি এলাকার কয়েক হাজার মানুষ বাংলা বাজারে যাতায়াত করে থাকে। তিনটি এলাকার সংযোগ সড়কের মাঝে রয়েছে চরলাল খাল। সেই খালের উপর দীর্ঘদিন ছিল ঝরাজীর্ণ একটি সেতু। যেখানে প্রায়ই ছোট বড় দূর্ঘটনা ঘটতো।

ফলে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এখানে একটি সেতুর। দীর্ঘদিনের সেই প্রত্যাশা পূরণ করেছেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনে আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। চলছে সেতু নির্মাণের কাজ। নির্মাণ কাজ পরিদর্শনে ৫ ফেব্রুয়ারি শুক্রবার সেখানে গিয়েছেন এমপি খোকা। ওই সময় স্থানীয়রা এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানাগেছে, বাংলা বাজার টু চরলাল সরকারী খালে আর.সি.সি বর্ডার গার্ড ব্রীজ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে যান এমপি খোকা।

এসময় সঙ্গে ছিলেন সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ মেম্বার, সনমান্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামাল মিয়া, সনমান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোলায়মান সুজন, মোঃ জি.এম মহসিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।