সান নারায়ণগঞ্জ টুুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভাটিপাড়া তেকে রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন রাস্তার উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও) আসনে আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার অর্থায়নে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করনে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী নাজমুল ইসলাম লিটু।
৬ ফেব্রুয়ারি শনিবার স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে এই রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক পার্টির নেতা ও জেলা জাতীয়পার্টির সদস্য কাজী নাজমুল ইসলাম লিটু। তিনি মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনকে সামনে রেখে এমপি খোকার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে অংশগ্রহণ করছেন। রাস্তাটি নির্মাণ হওয়ায় এমপি খোকাকে ধন্যবাদ জানান মোগরাপাড়া ইউনিয়নবাসী।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উক্ত ওয়ার্ড মেম্বার আব্দুল হক, মহিলা মেম্বার সাহানাজ বেগম, বিশিষ্ট সমাজ সেবক মো বাদল, কাজী সামসুল ইসলাম, আব্দুল লতিফ, মোস্তফা, আতা, জাপা নেতা কবির প্রধান, আলী আকবর, সেচ্ছাসেবক পার্টি নেতা রাকিব, রাজীব, জাহাঙ্গীর, তাইজুল, মনার, আলামিন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অসংখ্য নারী পুরুষ।
উল্লেখ ১.৫০ কিলোমিটার এই রাস্তাটি নির্মাণ সম্পূর্ণ হলে ৭টি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ উপকৃত হবে। এ কারনে এমপি খোকাকে এলাকাবাসী ধন্যবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।