সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের পুরান বন্দর এলাকায় অবস্থিত সিরাজ শাহর আস্তানা। প্রতি বছর এখানে মুরিদদের ওরশ অনুষ্ঠিত হয়। করোনা মহামারিতেও এবার ৪ ও ৫ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হলো মুরিদের ভাষ্যমতে ’বাবা সিরাজ শাহর ওরশ।’ মাজারের ভেতরেই ব্রড লাইনে লেখা ’ তোমরা এভাবে জিকির কর সবাই যেনো তোমাদের পাগল বলে’।
দেশের আরেকটি জনপ্রিয় গানের আদলে শব্দ ’বাবা তোমার দরবারে সব পাগলের মেলা’। যা অনেকের মুখে মুখে শোনা যায়। তবে এখানে পাগলের মেলা না দেখা গেলেও ফেসবুকে ছড়িয়ে পড়েছে সিরাজ শাহর মাজারের ওরশের জিকিরের দৃশ্যের ভিডিও। যেখানে সিরাজ শাহর মুরিদদের দাবি এটা জিকির। কিন্তু ফেসবুকে কেউ কেউ এটাকে নাচানাচি দাবি করে নানা সমালোচনা করছেন।
জানাগেছে, ওই সিরাজ শাহর দরবারে গিয়েছেন নারায়ণগঞ্জের প্রতিষ্ঠিত সমাজপতি রাজনীতিবিদ সহ নানা শ্রেণির পেশার গুণী ব্যক্তিরাও। যেখানে রাজনীতিবিদদের মিলন মেলায় পরিনত হয়। কেউ কেউ নিজেদের রাজনীতির স্বার্থে সেখানে যেতে বাধ্য হয়েও গিয়েছেন। যেখানে বিএনপি, আওয়ামীলীগ ও জাতীয়পার্টির অনেক আলোচিত নেতাদের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশার ব্যক্তিবর্গও গিয়েছেন। তাদের মধ্যে অনেকে মুরিদও।
এই দরবারে স্বদলবলে গিয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত নেত্রী সিটি কর্পোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভী। ডিআইটি বানিজ্যিক এলাকার মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল গত শুক্রবার জুমা নামাজের পূর্ব বয়ানে অভিযোগ করেছেন আইভী একজন মাজার পুজারী। তিনি পবিত্র ঈদ উল আজহায় কুরবানী দেন না কিন্তু মাজারে গরু দেন।
সিরাজ শাহর মাজারে আইভীর সঙ্গে আরো গিয়েছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র বিভা হাসান, জেলা পরিষদের সদস্য জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আয়শা আক্তার দিনা, নগর যুবলীগের সেক্রেটারি আলী আহম্মেদ রেজা উজ্জল সহ আরও বেশকজন।
এ ছাড়াও সিরাজ শাহের দরবারে গিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, নগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, কাউন্সিলর আব্দুল করিম বাবু, কাউন্সিলর ফয়সাল আহাম্মেদ সাগর সহ বেশকজন কাউন্সিলরও।
নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমানের বিয়াই ব্যবসায়ী ফয়েজ উদ্দীন লাভলুও গিয়েছেন সেই বাবার দরবারে। তিনি জিকিরও (নাচানাচি) করেছেন বাবার দরবারে।
এ ছাড়াও মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহাম্মেদ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান সহ বিএনপির বেশকজন নেতার ছবি ফেসবুকে পাওয়া গেছে। যদিও তাদেরকে জিকির করতে দেখা যায়নি।